শুক্রবার, ৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বটিয়াঘাটার ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয় সমাচার

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, এপ্রিল ২২, ২০২৪

বটিয়াঘাটার ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয় সমাচার
আবু হেনা মুক্তিঃ
বটিয়াঘাটার ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পঙ্কজ বৈরাগীর বিরুদ্ধে লিগাল নোটিশ দিয়েছেন এলাকার সাবেক  ইউপি মেম্বার মোঃ শাহজাহান শেখ। 
লিগ্যাল নোটিশেশাহজাহান শেখ এর পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডঃ মোহাম্মদ নাজমুল হক আকুঞ্জি উল্লেখ করেছেন 
 যে, ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ২০২২ সালের ভূয়া ভোটার তালিকা প্রনয়নের মাধ্যমে সৃষ্ট সাজানো নির্বাচনের দ্বারা গঠিত ম্যানেজিং কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে বটিয়াঘাটা সহকারী জজ আদালতে দেঃ-৬৫৫/২২ নং মোকদ্দমা হয়। যা চলমান রয়েছে। উক্ত মোকদ্দমায় অত্র কমিটির দ্বারা নিয়োগ প্রক্রিয়ার প্রজ্ঞাপন প্রদান করিলে উক্ত কার্যক্রমের উপর বিজ্ঞ আদালতে অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার প্রার্থনা করিলে বিজ্ঞ আদালত নিয়োগের উপর উক্ত কমিটির কার্যক্রম স্থিতিঅবস্থা বজায় রাখার নির্দেশনা প্রদান করে। অত্র আদেশের বিরুদ্ধে মিছ আঃ- ১৯/২৩ চলমান আছে। এছাড়া অত্র মোকদ্দমার ৩নং বিবাদী রিকাউন শেখ স্কুল ছাত্রের উপবৃত্তির অর্থ আত্মসাত করায় তাহার বিরুদ্ধে মিছ-৪৬৯/২৩ মামলা দূর্নীতি দমন কমিশনে চলমান আছে। এমতাবস্থায় ভূয়া ভোটার একই বিদ্যালয়ের শিক্ষক সঞ্চয় মন্ডল, সরকারী উপবৃত্তির অর্থ আত্মসাৎকারী রিকাউন শেখ কে লইয়া ইং:-27/03/20২৪ তারিখে নতুন কমিটি আগামী ২বছরের জন্য সৃষ্টি করেছেন। যাহা সম্পূর্ন বে-আইনী হইতেছে। পরবর্তীতে উহা ইং:-২৯/০৩/২০২৪ তারিখে “দৈনিক জন্মভূমি” দৈনিক অনির্বান। দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় প্রকাশিত হয়। অত্র লিগ্যাল নোটিশ প্রাপ্তির ০৭ (সাত) কার্য দিবসের মধ্যে উহার ব্যাখ্যা প্রদান করিবেন। অন্যথায় আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এই বিষয়টা নিয়ে এলাকায় প্রাণটা উত্তেজনা বিরাজ করছে। ক্ষোভের সঞ্চার হয়েছে অভিজ্ঞ মহলে। এ ব্যাপারে এলাকাবাসী বিপক্ষে দৃষ্টি আকর্ষণ করেছে
0 Comments